স্বপ্নগুলো খুব ছোট ছোট,
আমার সুখগুলো বিন্দু বিন্দু,
অগণিত শখগুলো অণু-পরমাণু–
তবুও জীবনে ব্যার্থতা আর শূন্যতার
                গল্পগুলো অনেক বড় বড়।

শুধুমাত্র শিশুদের সাথে যাপিত সময়ে
মনে হয়, আমার মনে কোন কষ্ট নেই,
হৃদয় জানে না অপ্রাপ্তির আর্তি,
নয়ন চেনে না হতাশা কিংবা নিরাশা–
আমি একা নই; আমি একা নই।
এরপর ওরা নিজেদের সময়ে
নিজেদের ঘরে ফিরে গেলে–
ফের পড়ে যাই বিষাদের সাগরে।

এই তো আমি; বেশ আছি–
গরল বর্তমান কাটিয়ে চলেছি,
অতীতের কথা বলতে চাই না আর
ভবিষ্যৎ ভাবনাতেও নেই তোলপাড়–
অমৃত ভবিষ্যৎ-ই গরল হয়ে আসে
                  আমার বর্তমানের কোলে,
শিশুদের সাথে যাপিত সময়টুকুতেই
                           আমি ভালো থাকি।
________________________
০৬/০৮/২০২২🖋️