এই দুনিয়ায় মানুষ চেনা দায়;
       চেনা জানা মানুষেরাও বিপদে
                         অচেনা হয়ে যায়।
        আবার চেনা জানার তালিকায়
        যুক্ত হয় অনেক অচেনা; অজানা।

       অন্যের বিপদে যে থেমে থাকে না–
       তার বেলাতেও মানুষ বেহুশ।

       হাহা হা হাহা হা...................

       অনেকে বিপদ সেরে উঠলেই
                     হয়ে যায় 'সোয়া সের'।
                                   হায়রে মানুষ!
       তবে ভুলে যেয়ো না কেউ কখনো–
       এ ধরাতেই প্রমাণিত 'বারো মুশকিল,
                                  তেরো আহ্সান'।
______________________
০৭/০১/২০১৭🖋️
উৎসর্গঃ তামাম ভালো মানুষদের....