এই তো; তফসিল ঘোষণা হলো রে ভাই
       কাল থেকে ভোটের আমেজ শুরু
       নমিনেশন দাখিল করতে
       দৌড় দিবে সব গুরু।।

       সকাল-সন্ধ্যা হাট-বাজারে চায়ের কাপে
       দলে দলে গল্প জমবে সমান তালে
       তর্ক হবে জোরসে গলায় খুব
       যে যার মতো যাবে বলে।।

       পোস্টার দিয়ে ঢাকা যাবে
       দেয়ালের সব ধূসর রঙ
       শহর-গ্রাম মাখবে গায়ে
       ভোট আমেজের ঢঙ।।
--------------------------------
০৮/১১/২০১৮🖋️        
(ঢঙ= সাজসজ্জা)