এখন আর ঝড় উঠে না
              আগের মতো, হাটে-বাজারে
                               ছোট বড় হোটেলে
                চায়ের কাপে, মোড়ের দোকানে
           কিংবা পাড়া-মোহল্লার তিন মাথায়
                          অথচ; সামনেই নির্বাচন।

        নির্বাচন! কোথাও নেই কোন মিছিল
                        পাড়ার ছেলেরাও করে না
                              রাত জেগে হইহুল্লোড়
                              শহরও কেঁপে উঠে না
                       একি ছেলে খেলা! ভেবেই
                ঘুমিয়ে আছে সাধারণ জনগণ।

নির্বাচন, তুমি কি অজানা ভয়ের পেরেক
                   জনতার মনে দিয়েছো গেঁথে
                          না কি আগাম ফলাফল
           দিয়েছো জানিয়ে, বিস্ময়ের ঘোর
            কাটে না আমার, তার মাঝে শুনি
                 খুঁড়িয়ে চলে সংলাপের ঘুঙ্গুর।
-----------------------------------------
০৭/১১/২০১৮🖋️          
এই কবিতা যখন লিখেছিলাম তখন, দেশে রাজনৈতিক আলাপ বলতে মানুষের মুখে মুখে ছুটে বেড়াতো সংলাপ' শব্দটা।