নিপাহ্ ভাইরাস কি এখনো রয়েছে দেশে?
খেজুরের রস খাওয়া কি এখনো নিষিদ্ধ?
কতদিন থেকে খেজুরের রস খাই না!
রস সংগ্রহ করে গাছিরাও গ্রামে আসে না,
কতদিন থেকে শুনি না সেই প্রিয় ডাক-
'খেজুরের রস লাগবে, খেজুরের রস......?'

শীতের প্রকোপ যত বেশিই হোক!
ঘরের বাইরে হিমেল হাওয়া, তুষার বৃষ্টিপাত
যতই কাঁপাক প্রকৃতির চারপাশ,
খেজুরের রস ওয়ালার কণ্ঠ কানে এলে
কেউ রাখতে পারতো না লেপের ভিতর।
আহ! তাজা রসের কী যে ঘ্রাণ! স্বাদ!

এবারের শীত'ও চলে যাচ্ছে যে!
চোখে পড়েনি খেজুরের রসওয়ালাকে–
কাঁধে একটা বাঁশ, বাঁশের দুই মাথায়
তিনটা করে রশি দিয়ে দুদিকে ঝুলানো
খেজুরের রসে ভরা দুটি মাটির হাঁড়ি।

আসলে কি মরণঘাতী নিপাহ্ ভাইরাস
এখনো সক্রিয়? সত্যি কি গাছিরা এবারও
সংগ্রহ করে নি খেজুরের রস?
শুনেছি বাঁদুর থেকেই এসেছিল নিপাহ্ ভাইরাস!
আবার শুনছি বাঁদুর থেকেই করোনাভাইরাস!
আবিষ্কারক চীন শুধু নয়; সমগ্র পৃথিবীকে
যেন শ্মশান বানাতে চায়! কত মৃত্যু হয়ে গেলো!

নিপাহ্ এবং করোনাভাইরাস মুক্ত পৃথিবী চাই,
চাই তাজা খেজুরের রস আর ফলমূল,
পৃথিবী থেকে নির্মূল হোক সব বাঁদুর কিংবা
এমন প্রাণঘাতী ভাইরাস বহনকারী প্রাণ,
সবার আগে চাই মানুষেরও সচেতনতা বোধ,
এমন মহামারীতে চাই মানুষের প্রসারিত হাত....।
-------------------------------------------
০৮/০২/২০২০🖋️              
#কোভিড_১৯ কালে লিখা