এক...দুই...তিন.....
শোধ হবার নয় কোনোদিন
তোমাদের সে দিনের সে-ই ঋণ।।

চার....পাঁচ....ছয়.....
                        করো নি যে ভয়,
শুধু বাংলা ভাষা, মায়ের ভাষার জন্য
প্রতিবাদ-প্রতিরোধে নির্ভীকতায় হয়েছো ধন্য,
                            নেই তোমাদের ক্ষয়।

সাত......আট.......নয়......
                            রক্তস্রোত বয়;
ফাল্গুনী রোদে রাজপথ রক্তে ঝিলমিল,
'রাষ্ট্র ভাষা বাংলা চাই'– উত্তাল মিছিল;
এগিয়ে চললো নির্ভীক ছাত্র-জনতা,
বিশ্ব দেখলো; মায়ের ভাষা বাংলার জন্য
                            বাঙালির একতা।।

দশ.... এগারো......বারো.....
প্রাণের মায়া ছিলো না কারো,
সোনার ছেলেরা ১৪৪ ধারা ভঙ্গ করে
ভাষার দাবীতে বেরিয়ে এলো;
                  কেউ রইলো না ঘরে।।

তেরো..... চৌদ্দ..... পনেরো....
                   সবাই হয়েছিলো জড়ো।
নির্ভীক ছেলে ভাষা সৈনিক  সুলতান
কালো পতাকা করেছিলো উত্তোলন।।

ষোল.....সতেরো.....আঠারো.....
প্রতিবাদ আটকানোর শক্তি ছিলো না
                       পাক-বাহিনীর কারো,
গুলিবিদ্ধ মরদেহ পাশ কাটিয়ে
এগিয়ে চলে ভাষার দাবীতে আন্দোলন,
বিশ্ব দেখে; ভাষার প্রেমে বাঙালির আস্ফালন।

ঊনিশ...... বিশ......একুশ......
ভাষার দাবী আদায় করে বাঙালির মনে
জাগলো আবার স্বাধীনতার হুশ!
বিন্দু বিন্দু শক্তি একত্রিত হলে পরে;
                               মহান একাত্তরে
রক্তক্ষয়ী যুদ্ধ শেষে অর্জিত হলো স্বাধীনতা
বিশ্ব দেখলো; বাঙালির ভাষা প্রেম,
                 বাঙালির দেশপ্রেম– একতা।।
_______________________
২০/০২/২১🖋️