জীবনের অর্ধেককাল হয়তোবা চলে গেছে;
হয়তোবা শেষ বেলায় ভাসছে জীবনের ভেলা,
ফুরিয়ে যাওয়া জীবনের মধ্যে কালের নিয়মে
জীবনের সাথে আরও কতক জীবন হয় যোগ!
জীবনের সাথে জড়িয়ে পড়া সেই সব
জীবনের জন্যে জীবন থেকেই
ঝরেছে কত সহস্র ঘাম! কত রক্ত হচ্ছে পানি!
কত শীতে কাঁপতে কাঁপতে পড়ে যাই মাটিতে,
বর্ষার কত জলে ভিজতে ভিজতে হয়েছিলাম
পাথর কিংবা হারিয়ে ফেলেছিলাম ভাষা,
গ্রীষ্মের তাপে হৃদয়কে করতে থাকি অঙ্গার,
কালবৈশাখীও চলার পথ রুখে দিতো বারবার
তার হিসেব কি কেউ জানি কিংবা মনে রাখি?
অথচ দেখি; জীবনের সাথে যোগ হওয়া
জীবন গুলোর জন্য
কিছুই করা হলো না আজও; এ জীবনেই যখন
অনবরত জঞ্জালের আগমন- কি আর করার?
আর এ জীবন এলো যাদের জীবন থেকে–
তাদের জন্যেও বড্ড কষ্ট হয় আজ;
নিয়তির নকশা কেউ কি চিনতে পারে কখনো?
হয়তোবা জীবনে এসেছিলো কখনো কখনো
বসন্ত কিংবা শরতের সকাল,
জীবনযুদ্ধে পাইনি উপলব্ধি করার সময়;
আবার আসতে পারে হয়তোবা- এই আশাতেই
জীবনের জন্য জীবন পথের কাঁটা তুলতে থাকি,
ভেঙ্গে পড়ার পরেও বলি- ভাঙ্গতে চাই না আমি।
________________________
০৩/১০/২০১৮🖋️