দিয়েছি তোমাদের যতটুকু ভালোবাসা;
তার চেয়ে পেয়েছি ঢেরবেশি খাজনা,
বইতে বইতে সেই খাজনার অঢেল ভার
যন্ত্রণার জ্বলুনিতে ভস্ম প্রতিটি রক্ত কণা।

ঘর ছেড়ে, ছেড়ে ইচ্ছের যত ডালপালা,
ভালোবাসা দিয়েই চেয়েছি করতে জয়–
তোমাদের মন, আদর-সোহাগ, প্রীতি-স্নেহ;
বেলা শেষে দেখি- জীবন পূর্ণ শূন্যতায়।

যত ভালোবাসা হাসিমুখে গ্রহণ করে সব–
অবেলায়, স্বার্থান্ধ হয়ে ফিরিয়ে নিলে মুখ!
শূন্য হৃদয়ে ফিরছি; না ফেরার ইচ্ছে নিয়ে,
চারদিক আলো- সৌন্দর্য, আমি দুঃখে উন্মুখ।

এতোটা পথ শুধু রিক্ত হতে হতে দু'হাতে–
বিনিময়ে চেয়েছি ভালোবাসার আসন,
আজ দেখি হায়; আমার জন্য কিছুই নয়;
কারো কাছেও নেই আর আমার প্রয়োজন।।
---------------------
২১/১০/২০১৯🖋️