তবুও দুঃখ নেই, হাসিমুখে আসছি ফিরে–
শুধু মনে জাগে বেদনার এক নির্মম প্রশ্ন- সুর;
ভালোবাসার নিখাঁদ বিনিময়ে পেয়েছি যা-
সেটুকু নিয়ে জীবনে যেতে পারবো কতদূর?

ভাবি নি কখনো এভাবে নিঃস্ব হয়ে অসময়ে
জীবন পারাপারে হবো দিক হারা মরু-পথিক!
মাঝপথে এসে হারালাম গতি, ভেঙেছে স্বপ্ন–
আশার প্রাচীর; আঁধারে ঘিরেছে সবদিক।।

প্রার্থনা, অবিরত জ্বলে থাক তোমাদের ঘরে
সুখ-ঝাড়বাতি, হাসির জোয়ারে না পড়ুক চর,
শুধু সব হারিয়েই বুঝলাম আমি, 'স্বার্থের টানে
ভালোবাসার খেলাতেও জয়ী হয় আপন-পর।।

হায়রে পৃথিবী; এখানে কেউ-ই কারো নয়–
স্বার্থে ডুবে ভুলে থাকে সবাই আয়ুর কথা,
সবাই শুধু পেতে চায়; অফেরতযোগ্য মূল্যে,
চাওয়া-পাওয়ার হিসেবে ভালোবাসা বৃথা।
---------------------
১৪/০৮/২০১৯🖋