ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি
নিয়ে যায় বরাবর– তাই!?
অথচ আমার বেলা ঘটে গেল উল্টো,
সে কিছুই নিয়ে গেল না সাথে।।
দিয়ে গেল জোনাকির সাথে কত রাত!
রাতের রজনীগন্ধা, হাসনাহেনা,
বকুলের সুবাস, চাঁদের জোছনা আর
রাতের নিরবতা উপলব্ধি করার
দুর্দান্ত এক সাহস........।
বালুচরের খেলা ভেবে সব
তছনছ করে ভালোবাসা দিয়ে গেল-
বিরহী কাব্য রচনার কলম;
ডায়েরি আর 'ভালোবাসা ভালো নয়'
এ কথা বলার অফুরান শক্তি.....।
এমনকি ভালোবাসা তার
সব স্মৃতিগুলিও দিয়ে গেছে আমাকে।।
--------------------------------------------
০৫/০৪/২০১৯🖋️