অর্জুন গাছের ছাল-বাকলের মতো
হৃদয়ের আবরণ মুড়িয়েছি সহ্যাদ্রি দিয়ে;
এ দেহের প্রত্যেক রক্তকণাকে
আদিকাল থেকে হিম করে রেখেছি–
এন্টার্কটিকা কিংবা হিমালয়ের মতো;
কখনো উত্তপ্ত হলেও কোন রক্তকণা,
খুঁজে পাবে না তাতে হিংসা-প্রতিহিংসা কিংবা
              অহেতুক আক্রমনাত্মক তেজস্ক্রিয়া।

দীঘল ঘন অরণ্যের অন্ধকারাচ্ছন্ন পথে,
মেঘেদের রাজ্যে যুদ্ধের মাঠে- বজ্রপাত কিংবা
বজ্রযানে, মহাসমুদ্রের বুকে প্রলয়ঙ্কারী
                                   ঝড়-তুফানে
আজন্ম সুখ সমাধান খুঁজি ভালোবাসায়।

সহযাত্রী, সহকর্মী, সহমর্মি কেউ হলে;
                                     হতেও পারে,
না হলেও থামবে না পথ চলা,
আমার চেষ্টার ত্রুটির কমতিও হবে না
কোনদিন; করণ জানি আমি জানি–
                          এক ভালোবাসা দিয়েই
শয়নে-স্বপনে, বাস্তব কিংবা কল্পনায়,
পঞ্চেন্দ্রিয় কিংবা অনুভূতির ক্ষেত-খামারে
                     সুখ-শান্তি খুঁজে পাওয়া যায়।
---------------------------------------
০৫/০১/২০২০🖋️