ফুটেছে ফুল, কুসুম বাগে
       মেলেছে ডানা প্রজাপতি সব,
       মনের উঠোনে কিসের ঐ
       চলছে মধুর মৌন কলরব?

       গাছে গাছে পাখি ডাকে
       আসে সোনালী ভোর,
       রাত কাটে, ঘুমহীন চোখে
       ছেয়ে ধরে কিসের ঘোর?

       মাঝি হয়ে বসে থাকি
       বসন্ত বাতাসে ডিঙি নৌকায়,
       নদীর জলে স্বপ্ন আমার
       খেলা করে, অহর্নিশ দোল খায়।

       তবুও মনে পড়ে- চলে যায়,
       আজ যেন কিসের এক দিবস!
       শুভেচ্ছা বার্তায় মিলে না ভাষা
       মনের উঠোন হয়ে আছে অবশ।

       তবুও তোমাকে জানাতেই হয়,
       সেই দিবসের ফুলেল শুভেচ্ছা—
       ভালোবাসাময় হয়ে উঠুক জীবন,
       পূর্ণ হোক মনের সকল ইচ্ছা-----।।
--------------------------------------
১৩/০২/২০২০🖋️        
উৎসর্গঃ মোহনা