ভালোবাসা মাপা যায়া না,
ভালোবাসা বাধা মানে না,
ভালোবাসা জাত বুঝে না,
ভালোবাসা অভাব দেখে না,
ভালোবাসা পিছু টান শোনে না।
ভালোবাসা একাই কাঁদে,
ভালোবাসা একাই হাসে,
তাই বুঝি ভালোবেসে ফেলেছি
সব কিছু পিছে রেখে দিয়েছি।
-------------------------------
১৩/০৮/২০১৮🖋️