সে যে শিশুর মতন যখন তখন
মন আনচান, উৎফুল্লতায় টান
একটু খানি এদিক সেদিক মান
অভিমান, এই হাসে এই কাঁদে
নুপুরে শব্দ তোলে ঝুন ঝুন
আনমনে গান গায় গুন গুন-------
আনমনে গান গায় গুন গুন।।

                             দুই জননীর জননী হয়ে
                     সে যে এখনো পুতুল খেলে
                    ঘাসফড়িঙ এর পিছু ছুটে
        যেনো পাখনা রয়েছে মেলে------
যেনো পাখনা রয়েছে মেলে।।

গল্প লিখে, কবিতা লিখে
  ছন্দ-উমপা, লিখনির বড় ধার
             যত পড়ি তত কেটে যায়
               আমার হৃদয় পুরীর আঁধার-----
                    আমার হৃদয় পুরীর আঁধার।।

                          শত মাইল দূরে থাকে সে
                    দেখিনি আজো দুই নয়নে
               রয়েছে যেনো বুকের ভেতর
          বসে কাব্যিক সিংহাসনে----
    বসে কাব্যিক সিংহাসনে।।

বুজান ক'য়ে ডাকবো বলে আবদার রেখেছিলাম
কখন যেন বুজানের 'ভাইটি'ও হয়ে গেলাম।
মোর বুজানের জন্মদিনেও দূরেই থেকে গেলাম
কবিতার মতো করে, ক'টা ছন্দে পাতা ভরে,
তার ফেসবুকের ঠিকানাতে পাঠিয়ে দিলাম-
'ভালো থেকো আর শুভেচ্ছা নিও' যা পাঠালাম–
ভালো থেকো আর শুভেচ্ছা নিও' যা পাঠালাম।।
-----------------------------------
২৮/০২/২০১৮🖋️          
উৎসর্গঃ বুজান  (Alpona)