নিরবতা আর চোখে বুজে
সহ্য করে যাওয়াই এখন
লড়াই করার পরম অস্ত্র।

হয়তো বহুদিন, বহুবছর, বহুযুগ...
                           হয়তো আমৃত্যু
এভাবেই লড়াই করতে হবে আমাকে!

এ যে আমার সহজাত স্বভাব
এর থেকে কি কখনো বের হওয়া যায়!
আমি যেন এভাবেই ভালো থাকি....
গোপন থাকুক আমার সব ব্যথা
                    রংহীন চোখের জল।।
_______________
১৬/০২/২০২১🖋️