জীবন বড় অদ্ভুত–
         জীবনের প্রত্যেকটা মোড়ে
         একটা করে গল্প দাঁড়িয়ে থাকে।
        
         সেই গল্পগুলি থেকে
         রস বের করার প্রয়াস চালাই–
         এই আমার ভালো থাকা......।

         জীবনে যত ঝড়-ই আসুক–
         হাসিমুখে লড়াই করে
         এগিয়ে চলি;
         আজ না হলেও কাল
         থেমে যাবে সব ঝড়–
         এই ভেবে ভালো থাকার চেষ্টা করি।
________________
২৪/০৩/২০১৭🖋️