একটুখানি সময় দিলে; হাতে হাত ধরে
হেঁটে যেতাম দূর থেকে বহুদূর
নদী-সাগর পেরিয়ে মহুয়ার বনে–
ভালোবাসার যত কথা, গল্প-কল্প-কাহিনী
নির্জনে মুখোমুখি বসে, হেসে হেসে
এঁকে দিতাম সব তোমার মনে।
আমার খুব ইচ্ছে আজ– তোমার সাথে
নদীর জল দেখি, সাঁতার কাটি,
বাঁশঝাড়ের ফাঁকে বসা মাছরাঙ্গা ধরি,
আমার কথা শুনে হাসছো তুমি?
হাসো প্রিয়তম হাসো, খুব হাসো-
দুঃখ নেই, তোমার হাসি শুনেই যদি মরি।
দেখো, থোকায় থোকায় ফুটেছে ফুল কত
ভোমরেরা আসছে কত গানের সুর ধরে!
প্রজাপতিও নেচে যায় ফুলে ফুলে,
অথচ আমি একা দেখি শুধু কত কিছু!
অনুভব করি দমে দমে তোমার শূন্যতা,
আসতে কি পারো না একবার মনের ভুলে?
চেয়ে দেখো জানালার ফাঁক দিয়ে-
কত পাখি, প্রজাপতি জোড়ায় জোড়ায়
প্রেম-আদরের লেনাদেনায় একসাথে?
তোমার আমার মাঝে কেন এত দূরত্ব?
ভালোবাসা কোনদিনও বাঁধা মানে না–
দু'জনের মাঝে কোন দূরত্ব কেন তবে?
হাত ভরা তাজা ফুল নিয়ে রোজ–
অনেক প্রেম আর অ-দেখা স্বপ্ন নিয়ে
তোমার পথের দিকে চেয়ে চেয়ে থাকি;
ভালো বেসেছি বলে রংতুলি ছাড়া
মনের কোমল ক্যানভাসে রোজ রোজ
অনন্য আল্পনায় তোমাকেই শুধু আঁকি।
----------------------------------------
১৩/০২/২০২০🖋️