যে-জন গড়ে ফুল বাগান
আপন সুখের তরে,
সে-জন নিজে মনের মতো
মৌমাছি বাছাই করে।।
ফুল বাগানে সে মৌমাছিটা
খেয়ে যাবে সব মধু,
সারা দিনমান গুনগুনিয়ে
ছড়াবে সেথায় জাদু।।
ফুল মালীর হুকুম মতো
চলবে সবই শোন্;
হুকুম ছাড়া কারো প্রবেশ!
দগ্ধ হবেই মন।
তার বাগানে মনের ভুলে
পদচারণা যে বৃথা,
অবহেলার নিঁখুত বানে
হৃদয় গভীরে ব্যথা।।
কোন সে লোভে পড়ে মানুষ
কারো প্রিয় হতে চায়!
আপন ছায়া- সেটাও কভু
আপন হবার নয়।।
------------------------------------------
১৬/১০/২০২০🖋️