'এবারের সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম
আমাদের স্বাধীনতার সংগ্রাম--------'
এই ক'টা শব্দ মাত্র ৭১'র পূর্বপাকিস্তানকে
বাংলাদেশে রূপান্তরিত করে দিয়েছে।
ওই ক'টা শব্দ তৎকালীন পূর্বপাকিস্তানের
তরুণ-বৃদ্ধ, মূর্খ-জ্ঞানী, নর-নারী সবার মাঝে
পরাধীনতার শেকল ভাঙার গান রচেছে।
এই ক'টা শব্দ মাত্র এনে দিয়েছে
বাংলাদেশের স্বাধীনতা আর তোমাকে
করেছে মহান নেতা, হয়েছো বঙ্গবন্ধু।
শুধু বাংলাদেশের ইতিহাস নয়
স্বাধীনতাকামী ক্ষুধার্ত যোদ্ধাদের ক্লান্ত মনে
অনুপ্রেরণা, উদ্দীপনা হয়ে
পৃথিবীর ইতিহাসে তুমি অমর চিরন্তন,
তুমি মুজিব, তুমি চির সজিব।
----------------------------------------
০১/০৩/২০১৯🖋️