জানালার গ্রিলের ফাঁক দিয়ে
         হাত বাড়িয়ে অসময়ে নামা
                        অঝোর ধারার বৃষ্টি-জল
         ছুঁয়ে ছুঁয়ে হৃদয়ে স্নিগ্ধ শীতল শুভ্র সুখ
         অনুভব করো; শিহরিত হও বারবার।

         শুনেছি রংধনু না কি নদী থেকে
         জল তুলে মেঘের বাড়িতে দেয়।

         নদীর ধারে চোখের অশ্রু ফেলি
         নদীর জল আর অশ্রু একসাথে
         বৃষ্টি-জল হয়ে যখন নামে, তোমার
         জানালার বাইরে; সেই বৃষ্টি-জল
                                  তুমি ছুঁয়ে দিলে!
         সেই সাথে আমিও তোমাকে
         ছুঁয়ে দেই; এভাবেই প্রেমের দাম
         দিয়ে আসছি- বহুবছর ধরে
                     আজও! কেন যে; জানিও না।
-----------------------------------------
৩১/১০/২০১৮🖋️