এক করুণ দুঃসময়, নিদারুণ দিনযাপনের গল্প
চাল চুলোহীন, অসুখ-বিসুখে ভরপুর সংসার,
শূন্য পকেটে একটা কাজ হাতরাই দিনরাত,
মুচিও বিরক্ত সেন্ডেল বারবার মেরামত করতে,
এক পশলা জল কোন নদীর কোল হতে তুলে
তৃষ্ণা মেটাতেই নদীটা জলশুন্য হয়ে পড়ে।।

অন্ধকার ছাড়া আমি কিছুই দেখি না–
                        এমন সময় তোর জন্ম!
সবাই ভেবেছিলো তুই পুত্র হবি; শুধু আমার
বিশ্বাস ভাঙ্গেনি– তুই মেয়ে তুই জান্নাত।

ধীরে ধীরে তুই সবাইকে এতো আপন করলি!
আজ তোর ছায়াটাও কেউ হারাতে চায় না,
হাজার শুকরিয়া সেই স্রষ্টার দরবারে–
যিনি তোকে দান করেছেন অভাবী সংসারে,
অভাব করেছেন দূর, ভরে উঠছে শুন্য নদী,      
                        কেটে গেছে অন্ধকার,
যেন তেলহীন লণ্ঠনও জ্বলছে বিরামহীন ।

চুয়ে চুয়ে জ্যোৎস্না পরে তোর ছোট্ট অঙ্গ হতে,
সেই আলোতে দুঃখগুলো ঝরে ঝরে পরে,
তোর হাসির সাথে মুক্তো ঝরে অবিরাম–
                       কষ্টগুলো সঙ্গে নিয়ে,
তোর মুখখানি যেন পান চিবানো
আমার মায়ের আপন মুখ, তুই বাবার অঙ্গে
           ব্যথার মলম– দাঁড়িয়ে থাকার লাঠি।

তুই হাজার বছর থাকনা বেঁচে পৃথিবীর কোলে-
তোর জন্ম দিনে এ দোয়া-ই করছি সবে মিলে।
-----------------------------------------
১৬/০৮/২০১৭🖋️            
উৎসর্গঃ তাস