আমি আজো তোকে ভালোবাসি
ভালোবাসি, ভালোবাসি, ভালো বেসেই যাবো।
তোকে জ্যোৎস্নার মতোই ভালোবাসি
দশদিক থেকে খেলা করা শীতল, হৃদয় ছোঁয়া
বাতাসের মতোই ভালোবাসি,
সমুদ্রের বুকে ঢেউ–জোয়ার ভাটার মতোই
ভালোবাসি, ভালোবাসি, ভালো বেসেই যাবো।
তোর বুক ছুঁয়ে ছুঁয়ে যেতে ভালোবাসি,
তোর গায়ের ধুলোবালিতে লুটোপুটি খেলে
হারিয়ে যেতে বড্ড ভালোবাসি,
সমগ্র শরীর জুড়ে ছড়িয়ে থাকা তোর কোমল
সবুজ লোমের উপর গড়াগড়ি দিতে ভালোবাসি।
তোর বুকের উপর ছুটে চলা শান্ত পথ,
দুই ধারে সারি সারি প্রহরী গাছ,
অদূরের ছোট নদী-
সবকিছু ভালোবাসি, ভালো বেসেই যাবো।
তোকে ভালোবাসি বলেই বারবার আসি
সুখ-শান্তি– প্রেম খুঁজি
তোর বুকের উপর ক্ষনিকের বিশ্রামে।।
------------------------------------------
২১/০৬/২০১৮🖋️
নিজ এলাকার নদী-সবুজ প্রকৃতিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশের চেষ্টা মাত্র।
করতোয়া নদী, মাড়েয়া ঘাট,
বোদা, পঞ্চগড়।