তুই ছিলি প্রথম বন্ধু, খুব কাছের
খুব বেশি আপনজন,
আজ তুই আমার থেকে অনেক দূরে
সাজিয়েছিস প্রাণের ভূবন।।
হটাৎ করে হারিয়ে গেলি আপন কথা ভেবে,
কেমন করে সুখ ধরলি আমায় একা রেখে?
ফুল ফলে ভরা সাজানো বাগান
অবহেলায় ফেলে গেলি!
আগাছায় ভরিয়ে দিয়ে মনের জমিন
বল, কি সুখ তুই পেলি?
ইচ্ছে করে ঘুমের ঘরে, জানালা দিয়ে ঢুকি
দারূণ ঘুমে মুখের উপর একটু নজর রাখি।।
ওরে যাক না কেটে একটু সময়
তোর বুকেতে মাথা রেখে
বুকের ভেতর কত সুখে কাঁপছে হৃদয়
আমি তখন নেবো মেপে।।
জানি না তুই আমার কথা- ভাবিস কি না ভুলে?
তোর কথা যে ভুলি নাই, আছিস হৃদয় জালে।।
যেমন থাকি ভালোই আছি
তুইও ভালো থাক,
কষ্ট রেখার মেঘমালা সব
আমার হয়ে যাক।।
_________________________
১৯/১২/২০১৭🖋️