মাগো, আমার হাত খানি থরথর কাঁপছে,
যে হাতে কলম ধরি; কবিতা লিখি,
আঙ্গুল গুলিও অবস হয়ে আসছে।
তবুও লিখার চেষ্টা করি–
হঠাৎ ঝড় আসে, আলো নিভে যায়,
                     উড়ে যায় সাদা কাগজ।

অতঃপর তোমাকে কিছু বলতে
এগিয়ে যাই তোমার কাছে,
শিকলে ভারি হয়ে যায় শক্ত চরণ,
শব্দ গুলোকে কেউ থেঁতলে দেয়,
কণ্ঠনালিতেও কে যেন পেরেক বসায়,
চোখে অসহ্য জ্বলুনি অনুভব করি,
বিষন্ন, বিমর্ষ হয়ে উঠে মন-প্রাণ-হৃদয়।

আমি শুধু শুনতে পাই; মাগো,
প্রত্যেক শহীদ মিনার, বধ্যভূমি থেকে
ভেসে আসা সেই সব বীর সন্তানদের
পবিত্র আত্মার ক্রন্দনধ্বনি, ছটফটানি–
তোমাকে শৃঙ্খল মুক্ত করতে যারা
                              পঞ্চাশ বছর আগে;
নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে।

মাগো, বিশ্বাস করো; আজও
তোমাকে পাই নি আমি পূর্ণ স্বাধীনতায়....
খুন হয়ে যায় আমার সব আকাঙ্ক্ষা,
তোমাকে আপনার মতো করে পাওয়ার
             স্বপ্নটা শুধু মরে না, মরবে না।
______________
২৬/০৩/২০২১🖋️