আমার কথা রাখোনি—
হতাশ হয়ে ফিরে এসেছিলাম;
শ্রাবণের রঙ মেখে ফেলেছিলাম অশ্রু।
তবুও বারবার একই আবেদন নিয়ে
সামনে দাঁড়িয়েছিলাম; বেহায়ার মতো,
প্রত্যেক বারই ব্যর্থ– ক্ষতবিক্ষত হয়ে,
হৃদয়কে পাথরে মোড়ায়ে ফিরেছিলাম।
আমার কথা রাখোনি;
বুঝোনি হৃদয়ের আকুতি–
ছলনার প্রতিশোধ নিতে তবুও
অভিশাপ দিতে পারি নি কোন দিনও।
অথচ; তোমার থেকে বারবার প্রত্যাখ্যাত
হবার পরেও, যুগের পর বহু যুগ
ভেবে দেখেছি– জীবনে 'সেই' তুমিই প্রথম
এবং আজও একমাত্র তিলোত্তমা।
ভালো থেকো রঙিন ভুবনে;
রঙিন সম্পর্কে নিজেকে ঢেকে
আর ভালো থাকুক সব বিরহের দানা
দালান বেঁধে আমার হৃদয়ের জমিনে।
--------------------------------------------
১১/০১/২০১৪🖋️