চাঁদ হতে চেয়ো না;
অনেক দূরের থেকে যাবে; দূর থেকে
মানুষ তোমায় দেখে দৃষ্টির তৃষ্ণা মেটাবে,
                    তুমি থেকে যাবে নিঃসঙ্গ।
ফুল হতে চেয়ো না;
মানুষ ছিড়ে হাতে নেবে– গন্ধ শুকে
নির্দয়ের মতো ছুড়ে ফেলবে পথের ধারে,
কচলে যাবে মানুষেরই পায়ের তলে।
কাঁটাও হইও না কখনো;
রক্ত ঝরার ভয়ে কেউ কাছে ভিড়বে না।

নদী হতে চেয়ো না বন্ধু;
মানুষের ছুঁড়ে ফেলা আবর্জনা, মল-মূত্র
              বহন করে যেতে হবে নিরবধি,
সূর্যও হতে চেয়ো না ভুল করে;
যার উপর স্থির রাখা যায় না দৃষ্টি শক্তি,
কে তাকাবে বলো সে-ই সূর্যের দিকে?

জানি; তুমি মানুষও হতে চাও না–
মানুষ'ই আজ মানুষের শত্রু, হন্তারক।
ধর্ম-অধর্ম, জাত-পাত, বর্ণ-স্বার্থ নিয়ে
মানুষ মেতে আছে অহেতুক দ্বন্দ্বে।
রাজনীতি আর অর্থনীতির নীতিতে মানুষ
                            অন্ধের মতো চলে।
তবুও মানুষ'ই হতে হবে আমাদের;
বন্ধুত্ব, মানবতা আর বিবেকের ঘুম ভাঙিয়ে
                 মিটাতে হবে প্রত্যেক দ্বন্দ্ব।
_______________________
            ১৬/০৯/২০২১🖋️