তোমাকে কোন দিন বলি নি-
বলি নি, ভালোবাসি কিংবা ভালোবাসতে।
শুধু তোমার হাত ধরে হেঁটে যেতে চেয়েছিলাম
নদীর শেষ প্রান্ত অবধি; সবুজের শেষ রঙ
পাখির কণ্ঠ পর্যন্ত ছুঁয়ে আসতে।
অথচ প্রেমের গন্ধে স্নান করায়ে;
ভালোবাসার চাদরে জড়ায়ে– আপন হাতের
আলতো ছোঁয়ায় ঘুম পাড়ায়ে স্বপ্ন দেখালে;
এবং নিজেই নিজেকে শপে দিলে কোন এক
চন্দ্রিমা রাতে আমার পাথর বুকের উপর
জোনাক জ্বলা সামিয়ানার নিচে।
অতঃপর আচমকা হারিয়ে গেলে–
কেঁদেছি, খুঁজেছি, ক্লান্ত হয়েছি বারবার
এবং বছরের পর বছর ফিরে পাবার
প্রার্থনা সব ব্যর্থ হয়েছে; তবুও পথ চেয়ে আছি,
তবুও প্রার্থনা করে যাই- তোমার জন্য,
কোন অশনিসংকেতে যেন তোমার হাসি
বিলুপ্ত না হয় কোন দিন।
------------------------------------------
০৮/০৬/২০১৮🖋️