হতে চাই ভীষণ স্বার্থপর
                               না হয় যাযাবর,
ভালো থাকুক সব প্রিয়মুখ,
ভাসুক তারা আমায় ছাড়া;
                       সুখ সাগরেই ভাসুক।

তবুও নির্লজ্জের মতো,
                        চেপে হৃদয়ের ক্ষত–
ফিরি; ফেলে যাওয়া ঘরে,
উঁকি দেই বারবার আনমনে,
               আড়ালে দাঁড়িয়ে চুপিসারে।

বলো, কোন মায়ার টানে;
                           কোন স্নেহের বানে–
বারবার এই ফিরে চাওয়া?
জোর করে কখনো তো
                       যায় না আপন হওয়া।।
_______________
৩০/০৫/২০২১🖋️