চাঁদের সাথে কথা হয়েছে আমার–
আজ তার জ্যোৎস্নার মাঝে
সৌন্দর্য বিলাবেনা জমিনের বুকে;
আজকের দিনে তুমি এসেছো ধরায়
সব সৌন্দর্য সাথে নিয়ে।।
ফুলের সাথে কথা হয়েছে আমার—
আজ তারা কেউ হাসবে না, শুধু
ফুটে থাকবে থোকায় থোকায়-
আজকের দিনে তুমি এই পৃথিবীতে
সব ফুলের হাসি সঙ্গে নিয়ে এসেছো যে!
প্রজাপতিদের সাথে কথা হয়েছে আমার—
আজ তারা সারাদিন ব্যস্ত থাকবে-
তোমার চুলের ঘ্রাণ নিতে পিছে পিছে ছুটবে,
পাখিরাও নাকি আজ খুব গল্প করবে না!
সবাই নিরবে তোমার হাসির শব্দ শুনবে।
শুধু ভাবছি তাই; কিভাবে জানাই–
তোমার জন্মদিনের শুভেচ্ছা।
"শুভ জন্মদিন এবং শুভ কামনা"
শুধু এটুকুই বলতে পারি,
আর কিছু বলার মত ভাষা নেই জানা।
শুভ জন্মদিন এবং শুভকামনা।
------------------------------------------
০৬/০২/২০২০🖋️