কবিতা লেখা ভুলে গিয়েছিলাম সেই কবে!
আজ থেকে এগারো বছর আগে।
হয়তো দোষ ছিলোনা তার– সব আমার,
তবু সে চলে যাবার পর নতুন করে
খুব সামলে নিয়েছি নিজেকে– যতটা সম্ভব।
দীর্ঘ এতগুলো বছরে মাত্র দু'বার
দেখা হয়েছিলো তার সাথে!
কোন কথা হয়নি তবু দু'জনের মাঝে।
তার সাথে কথা বলার সুতো ধরতে
দ্বিতীয়বার তার মেয়েটিকে কোলে তুলে
অনেক আদর করেছিলাম।
তবুও মান-অভিমানে সে নীরবই ছিল।
এরপর কেটে গেছে আরো বহুদিন,
বছর গণনায় মোট এগারো বছর।
দেখা হয়নি আর মায়াবী মুখখানি তার,
ভুলেই গিয়েছিলাম তাকে– হঠাৎই;
আজ রাতে স্বপ্নে কেন জানি এলো সে–
এগারো বছর আগের মতো পাশাপাশি
বসে আছি আমরা!
'এখন কবিতা লিখো না কেন?'
ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম–
স্বপ্ন দেখা রাত ফুরাবার সাথে সাথে
নতুন করে আবার অসহ্য পুরনো ব্যথায়
কাতর হয়ে গেলাম– তবে কি সে
আজও ভুলেনি আমাকে?
-------------------------------------------
১৯/০৩/২০১৬🖋️