একটা মানুষের মগজের ভাজে
হাজার জনের বসত,
যখন-তখন রাত-বিরেতে তিনি
বাঁধেন ছন্দের গদ।।
কে দেখতে কেমন; চলেন কেমন,
কেমন তাদের স্বভাব,
তিনি কলমের খোঁচায় গদ্যে-পদ্যে
ফুটিয়ে তোলেন ভাব।।
তিনি মানুষ নিয়ে ভাবেন বেশি;
খাটেন বিনেপয়সায়,
কে কি ভাবলো! পরোয়া নেই কোন,
ব্যস্ত থাকেন ভালোবাসায়।।
অনেক গুণে গুণবান/ধনবান তিনি;
স্মৃতিতে অক্ষয় স্বদেশ বিদেশ,
জ্ঞানীগুণীদের কথা ছড়িয়ে দিতে
নিজেকে সদা প্রস্তুত রাখেন বেশ।।
যিনি মানুষের কাছে মানুষের পরিচয়
ছড়িয়ে দিতে সদা মশগুল,
তিনি কে? তিনি আর কেউ নন– মানুষ,
প্রিয়মুখ মাজেদুল ইসলাম বাবুল।
________________
২৯/০৪/২০২২🖋️
উৎসর্গঃ শ্রদ্ধেয় Mazedul Islam Babul চাচা।