একটু খানি হাসির জন্য
               কত যে কাঁটা মাড়িয়ে,
               ঝরায়ে পায়ের পাতার রক্ত
               কুড়িয়ে আনি কত ফুল,
               হায়রে আমার পূর্বপুরুষ
               কিংবা সাধনার উত্তরপুরুষ
               মধ্যম-পুরুষের সবকিছুতে
               ধরো শুধু ভুল........।।

               মধ্যম-পুরুষ কাঁদে কত
               পূর্বপুরুষের কৃতকার্যে;
               পূর্বপুরুষ নির্বিকার
               দায় নেয় না কাঁধে,
               আবার উত্তরপুরুষ যাতে
               বাঁচে দুধেভাতে,
              সেই তাড়নায় মধ্যম-পুরুষ
               কাজের মধ্যেই থাকে।।

               হিসেব করে বেলা শেষে
               মধ্যম-পুরুষ দেখে;
               সারাজীবন দুঃখের রঙে
               ছিলো সে যে ডুবে.........।
------------------------------------------
১৬/০৯/২০১৯🖋️