নদী আছে, পানি আছে,
পারাপার- আছে নৌকা,
মাঝি আমি, বসে আছি
নিত্যগতি- মাঝে একা।
যাত্রী আসে, যাত্রী যায়
সময়মতো দিবা নিশি,
পড়ে রয় নৌকা- নদী–
আকাশের মায়া শশী।
যত লোক- আনাগোনা
সব যেনো চেনা জানা।
তবু আমি প্রতিদিন
জানি না তো কাকে খুঁজি?
দেখি কাকে মন মাঝে—
দুটো চোখ থাকি বুজি।
বলো কেউ; এ কি প্রেম!
প্রেম– মায়া, শুধু কাঁদা,
অশ্রু ধারা ক্লান্ত করে–
মন-ভূমি ধূ-ধূ খাঁখাঁ।
______________________
০২/০২/২০২০🖋️