সারাদিন মাথাটা টনটন করে গেলো;
তবুও কাজ থেকে ফিরতে পারি নি
সময়ের আগে, ভাবলাম-
বাড়ি ফিরেই তার দ্বারা মাথার চান্দিতে
তেল জল মিশিয়ে বসিয়ে নেব।
আমার অসুখ হলে কি তারও অসুখ হয়!
প্রতিবারই যে এমনই দেখি,
হায়! আজও যে তারই অবস্থা খারাপ,
ঘরে ফিরে দেখি; মাথা ব্যথায় তার
চোখের পাতা পর্যন্ত ফুলে গেছে,
সাথে সাথে তারই মাথায় তেল আর জল
মিশিয়ে বসিয়ে দিতে হলো আমাকেই।
নিজের মাথা ধরা'র কথা আর বললাম না,
বললে, শত অসুখের মাঝেও নিজেকে
ভুলে যেতো সে; এ আমি বেশ জানি,
সেবায় লেগে যেতো অনতিবিলম্বে।
থাক্ না কিছু অসুখ নিজের মাঝেই;
তার চোখ মুখের উজ্জল হাসি মলিন হলে
বাজারের কোন ঔষধ যে আমার আর
কাজেই লাগে না।
--------------------------------------------
১৮/০৪/২০১৯🖋️
কবিতার ❝সে❞ আর কেউ নয়– অর্ধাঙ্গিনী (মোহনা)।