কোন সুরা পান করে সে
নির্বাচনে এলো
মেলেনা যে কোন হিসাব
মাথা এলোমেলো।।
কতকিছু আছে যে তার
কত খ্যাতি যশ!
নিজের পায়ে কুড়াল মেরে
একি! করছে বস?
দেশের সেবা করার মতো
দরদ আছে যার
কাঁদামাখা ভোটের খেলায়
যাওয়ার কি দরকার?
বাঙালী তাঁকে শ্রদ্ধা করে
বিশ্ববাসীও চেনে
খেলার মাঠেই দেখলে তাঁকে
শান্তি পাই যে মনে।।
ক্রিকেট খেলেই বাংলাদেশকে
গর্বিত করুক বিশ্বে
রাজনীতির ওই নোংরা কাব্যে
যেন না আসে আর সে!
_______________________
১১/১১/২০১৮🖋️
প্রিয় মুখ মাশরাফি যখন খেলা ছেড়ে রাজনীতির গন্ধ গায়ে মাখতে লাগলেন; তখন তার কাছে কবিতার মাধ্যমে একটি অনুরোধ করেছিলাম যে, তিনি যেন খেলা না ছাড়েন।