আমি তো সেই আগের মতো
আজও রয়ে গেছি
যেখানে থাকার কথা সুখদুঃখে
সেখানেই তো আছি।।

জানিস তো, আমি কাঁদতে কাঁদতে
হাসতে পারি খুব
রক্তাক্ত হৃদয়-ঘরে জ্বালিয়ে রাখি
কষ্ট ভোলার ধুপ।।

তুই ভাবলে কিছু; থাকিস নিরব
মুখটা রাখিস ভার
আমি হাসি কান্না সব সময়ে
দুটোই করি একাকার।।

দুঃখ গুলো আজও আছে
আগের থেকেও বেশি
সব কিছুকে চেপে রেখে ওরে
হাসতে ভালো বাসি।

তবে দুঃখের সাথে পাল্লা দিয়ে
সুখও নিতে চায় দখল
জীবনের খেলাঘরে সুখ কিংবা দুঃখ
ছোট নয় যে কোন দল।।
----------------------------------------
০৪/১২/২০১৮🖋️