আমার ব্যথা না ঝরুক
              আর কারো মুখ হতে,
       আমার ব্যথা থাকুক না
              আমার বুকে-ই চুপে!

       আমার ব্যথায় ব্যথিত হয়ে
              না ঝরুক কারো চোখের জল,
       আমার ব্যথা-ই আমাকে–
              হাসাবে, কাঁদাবে, জোগাবে বল।

       আমার ব্যথা দেখাবে আমাকে
              আঁধার শেষে ঊষার আলো,
       আমার ব্যথা-ই চিনাবে আমাকে
              ভালো- মন্দ, সাদা আর কালো।।

       ব্যথার ভয়ে সবাই পালায়–
              সামনে এগিয়ে আসি আমি,
       অনেকেই বলে, বেহায়া-নির্লজ্জ,
              আমার হৃদয় পাথর- মরুভূমি।।

       হাজার ব্যথায় পুষ্ট হয়ে,
              সিক্ত হয়ে ব্যথার রঙে,
       জীবনটাকে করবো খাঁটি
              হাসবো-নাচবো আপন ঢঙে।
-----------------------------------------
১৮/১১/২০২০🖋️