তোমার-আমার পরিচয় যদি এক হয়!
তবে সবার; হয় গাছতলায় নাহয়
কংক্রিটের ছাদের তলায়
থাকার কথা.....।
অথচ পার্থক্য এমন যে,
কেউ মঙ্গলে, কেউ চাঁদে–
কেউ ড্রেনের পাশে, কেউ ফুটপাতে।
কারো গলায় মুক্তোর মালা,
কারো ঢিলে প্যান্ট বাঁধতে জুটে না রশি,
কেউ দু'হাতে ফুরায় কড়ি, কেউ অর্থনৈতিক
মুক্তির জন্য খেটে মরে।
কেউ সোনার চামুচ মুখে নিয়ে জন্মায় না,
সবাই শূন্য হাতে আসে এবং যায়,
মাঝের সময়ে শ্রেণীবৈষম্য কাউকে দেয়
রাজভোগ, কারো তুলে নেয় পিঠের চামড়া–
এই নীতির বিকল্প নীতি আসবে না জানি,
তবুও শ্রেণীবৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি–
অনেকে হয়তো আঁকেন ছক।
_______________________
১১/০৬/২০১৭🖋️