এবারো চাই নি- বসন্ত আসুক এবং
মনে প্রাণে আশা করি না, তার সরব আগমন।
বিচ্ছেদের পর থেকে একবারো চাই নি, তবুও
প্রতিবারই বসন্ত আসে তার আপন খেয়ালে।
এই বসন্ত জাগ্রত করে হাজার ঘুমন্ত স্মৃতি–
"শিমুলের ফুল হাতে দু-জনের হেঁটে চলা,
কৃষ্ণচূড়ার ছায়ায় বসে মধুমাখা নিরবতা,
পলাশের গাছে জোড়া জোড়া বুলবুলি গোনা,
আচমকা বাতাসে এলো কেশে হাত বোলানো,
শুকিয়ে যাওয়া ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে
কত কথা, কত হাসি, কত গল্প! তারপর–
আম-কাঁঠালের বাগানে অলস কোকিলের গান
আরো কত শত স্মৃতি! সব জেগে উঠে,
যেন কোনভাবেই অতীত নয়, জীবন্ত।"
যদিও আঁখিজলে ভাসি; বসন্তের তাতে কী?
বসন্ত জানে না, তার আগমনে হৃদয়ের চৌকি
কতটা ব্যথায় কড়কড় করে উঠে?
জানতেও দিবো না, বাঁধাও দিবো না,
হে বসন্ত- তুমি রোজ আসো অথবা
বার মাস থাকো, ফুল ঝরে গেলেও থাকো–
তুমি আসলেই তার মুখ খানি চোখে ভাসে;
মনে পরে, কোন একদিন-
সে আমার-আমি তার– ছিলাম একসাথে,
তুমি থাকলেই মনে হবে; আছি আজও
একসাথে, হাতে হাত রেখে।
-------------------------------------------
১৩/০২/২০১৭🖋️