হায়, আজি একি হইলো মোর!
প্রেমের স্রোতে আবার ডাকিতেছে ভোর!

নতুন করে কেন জাগিতেছে স্বাধ-
আবার বাঁধিতে প্রেমেরই বাধ?
তবে কি এইবার ঘরে ফিরিবার পালা?
মিটিলো নাকি ভবঘুরে জীবনের খেলা?

কাহার সনে করিবো প্রেম
ভবে হাজার বছর ধরিয়া?
কে রাখিবে মোরে দিবানিশি
পবিত্র প্রেম-ডোরে বাঁধিয়া?

আমি যে ছন্নছাড়া, দিশাহারা বাউলা মানুষ
আপন ঠিকানা লইয়াও যাহার থাকে না হুশ।

মিলনের আশা ছাড়িয়া যে
শুধু আত্মিক প্রেম জপিবে মনে,
হইতে পারে আমার প্রেম
ওমন ত্যাগী কোন নারীর সনে!

কেউ কি রহিয়াছে ভবে এমন নারী?
যে করিতে পারিবে মোরে ঘর মুখি;
বাউলা জীবনের অবসান ঘটায়ে
স্বর্গ-প্রেমের সুখে করিবে যে সুখী!

বাউলা জীবন বইতে গিয়া
হইয়াছি বড় ক্লান্ত আমি,
স্বস্তি পেতে খুঁজিতেছি তাই
কোন নারীর বুকের ভূমি।।

বুঝিলাম আজি জীবন আয়ুর বেলা শেষে
নারীতেই জীবনের পূর্ণতা রহিয়াছে মিশে।
----------------------------------------
৩০/০৭/২০১৬🖋️