এখন; যখন-তখন–
ঘুমে-জাগরণে ভূ-কম্প খুব অনুভূত হয়!
কেঁপে ওঠে বুক, স্নায়ুতন্ত্রের মানচিত্র, হৃদয়।
এই বুঝি বোমা এসে পড়লো!
আমাদের কারোর ঘুমন্ত ঘরের চালের উপর,
উড়ে গেলো বোধহয় কবিতার শহর!
পুরো পৃথিবী জুড়ে আজ শুধু যুদ্ধ!
দেশে দেশে রাজনীতির বাজারে অস্থিরতা,
সবাই দেখিয়ে যাচ্ছে ক্ষমতা, নিখোঁজ মানবতা।
দ্রব্যমূল্য হতাশ করে চলছে!
জীবনের প্রতিটি সেকেন্ডে বাড়ছে ঋণের বোঝা
সুবিধাবাদীরাই রাজসুখে, প্রজাদের ভাগ্যে সাজা।
স্বস্তি, শান্তি নেই, নেই যেন মুক্তি–
ঢাল নেই, তলোয়ার নেই; তবুও করে যাই যুদ্ধ!
দেখি; মানুষই মানুষের ভালো থাকার পথ
করে রাখে রুদ্ধ।
না পারি জীবনের জরাজীর্ণতা থেকে পালাতে!
না পারি যুদ্ধের মাঠ থেকে খালি হাতে ফিরতে!
না জানি বিজয়ের নিশান ঘুরে কোন ফেরিতে!
কোন দিকে যাই; পথ খুঁজে না পাই–
চোখ আছে; আলো আছে, তবুও অমানিশা!
এক চিমটি স্বস্তির সন্ধানে ক্লান মন;
মেলেনা তবুও দিশা।
__________________
১৩/১২/২০২৩🖋️