বহু- বহু মানুষ– ঐ চাঁদটার মতন
            বড় সুন্দর– নিঃসঙ্গ; ভীষণ একা,
      বুকে নিয়ে ব্যথা পার করে জীবন;
            গোপনে কাঁদে; কী ভীষণ বোকা!

      যদি একবার করে থাকো খোঁজ
            সামনে পিছনে পেয়ে যাবে রোজ;
      কতশত মানুষ জ্বলে কত আগুনে!
            কারো হাত-পা নেই; নেই কারো চোখ,
      কেউ নিষ্পেষিত, অসহায়, জনম-দুখ–
            যেন বেঁচে থাকে তারা শুধু অকারণে।

      কেন বিষন্নতায় থেকে অহেতুক কান্না?
            জীবনের খেলাতেই থাকে আপন-পর,
      খুঁজে নিয়ে একা বেঁচে থাকার সান্ত্বনা,
            গড়তে হবে মনোবলে ভেঙ্গে পড়া ঘর।

      ভাঙাগড়ার পথ চেনে অনেকে–
            চষি ধরা আরশিতে দেখে
      খুঁজে নেয় মায়ার বাঁধন;
            বিশ্বাসে ভাবে- সঙ্কট কাল;
      থাকে না তো চিরকাল,
            উদাস হাওয়ায় ভাসায় মন।
-----------------------------
০৫/১১/২০১৯🖋️