রোজনামচায় রোজ
দেখা হয় তার সাথে
কথা বলার ইচ্ছে থাকলেও
সময় দেয়না সে সুযোগ।
আজ করে এলাম দোস্তি!
সে আর আমি; দুজনে একই,
অবহেলিত হলেও,
তার আছে সৌন্দর্য
আর আমি সৌন্দর্য লোভী।
_____________
১৯/০৫/২০২১🖋️