প্রার্থনা– সব শিশু এবং বাবা-মা'র জন্য,
সব প্রিয়জন, সব মানুষেরাই ভালো থাকুক,
এই সঙ্কটকাল থেকে নিরাপদ থাকুক,
                  সুস্থতায় ফিরুক পৃথিবী।
ধৈর্য্য ধরে সবকিছু মেনে নেওয়া এবং
মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ,
কেননা এখন করোনা'র কারণে
                    সময়টা বড্ড অসময়।
--------------------------------------
১১/০৪/২০২০🖋️        
#কোভিড_১৯ কালে লিখা।