সবকিছু গেছে ফুরিয়ে;
গেছে নিরবে হারিয়ে–
আদর-স্নেহ, ভালোবাসার চাদর,
মায়ার টান, বিশ্বাসেও পড়েছে চর,
সরলতা যা ছিলো; তা-ও,
আজ শুষ্কতায় পূর্ণ হৃদয়।।
তবুও নেই আফসোস,
ঘুমিয়ে রাখবো গভীর দীর্ঘশ্বাস,
যা কিছু ফুরিয়েছি, হারিয়েছি
বিনিময়ে তোমাদের চিনেছি–
সেটাই বা কম কিসে?
বিশ্বাস করো; দুঃখিত হবো না কোনো বিষে।
সবকিছু হারালেও হারাইনি মনোবল–
জানি; সমাপ্তির পরেও জীবনের খেলায়
শুরু হয় নতুন দঙ্গল,
জীবন যুদ্ধে কোন সৈনিকের মনে ভয় নেই
একা একাই সে উঠে দাঁড়াবেই
'সমাপ্তি' বলেও কিছু নেই।
_______________________
২০/০৩/২০২১🖋️