কথা দিয়েছিলো সে–
       ফিরে এসেই ছোট বোনটার বিয়ে দিবে।
       বাবাতো অনেক আগেই হয়েছেন গত,
       সব ভার এখন তারই উপর, তবুও
       মা আর বোনকে রেখেই সে উত্তাল সময়ে
                          ছুটে গেলো মুক্তিযুদ্ধে।

       এসে দেখে পোড়া গ্রাম, ফসলের ক্ষেত,
       কাঁদছে প্রকৃতি বোবা ভাষায়, খাঁখাঁ করছে
       বসত ভিটা, মাথার উপর খোলা আকাশে
                         কাক-শকুনের উড়াউড়ি!

       যুদ্ধশেষে স্বাধীন দেশের পতাকা হাতে
       ফিরে এসে সে– ক্লান্ত এক মুক্তিসেনা,
       পোড়া ভিটের উপর নু'য়ে পড়ে–
                            স্বজনের অপেক্ষা,
       যুদ্ধের মাঠেই শুনেছিলো– অগণিত মানুষ
       সবকিছু ফেলে শরণার্থী হয়েছিলো ভারতে।

       অনেকে ফিরে এলো শরণার্থী শিবির থেকে,
       ফিরে এলো না তার বোন আর মা,
       ৪৯ বছর পেরিয়ে গেলো–শেষ হলো না
       অপেক্ষার পালা, জানেও না– তারা
       বর্ডার অতিক্রম করতে পেরেছিলো কি না?
       স্বাধীনতা অর্জনের স্বাদ সে পেলো না,
       শুধু পেয়েছে একটি পতাকা, মানচিত্র–
                           একটি বাংলাদেশ।
-------------------------------------------
০৯/১২/২০২০🖋️        
একটি বাংলাদেশ- ১৬ থেকে ৯