ধীরে ধীরে কেন প্রেম দানা'রা
হৃদয়ের ফ্রেম থেকে খসে খসে পড়ে?
আমি তো আজন্ম চেয়েছিলাম
সুখ কিংবা দুঃখ, মান আর অভিমান-
সব ভুলে প্রেম হৃদয়ে আলো ছড়াক
নিজের মতো করে।
যত শত যন্ত্রণা
করুক ক্ষতবিক্ষত শুধু আমাকে,
তবুও প্রেম কভু যেন না হয় আহত।
একাকী কাঁদলে কার বা কি ক্ষতি?
তার আলোতে তাইতো চাই জীবনের
যন্ত্রনা ভুলে যেতে।
মনের গহিনে বিরহী সে রং কাউকে
দেখাতে চাই না কখনো; শুধু একাকী-
কোন এক যাযাবরের মতো সবার মাঝে
হাসি-খুশি থেকে হারিয়ে যেতে চাই নিরবে।
--------------------------------------------
১১/১২/২০১৮🖋️