সবাইকে ভালোবাসা যায় না,
সবাই কাউকে ভালো বাসতেও পারেনা,
সবার কাছ থেকে ভালোবাসা
পাওয়াও যায়– এমন আশা করা
               আহ্নিক গতির বিরুদ্ধে
চলতে চাওয়ার মতো বেজায় বোকামি।

তবে; যত জনকে ভালোবাসতে পারি নি
তার চেয়ে অনেক বেশি পেয়েছি,
এবং শুধু আমি একা নই
আমার থেকে আসা প্রতিবিম্বরাও
        অনেকের ভালোবাসায় সিক্ত।

মানুষের ভালোবাসায় যদি মন
অবিরত হতে থাকে সিক্ত,
অনুভূতি গুলো হয় অভিভূত–
              মানুষ হয়ে মানুষের কাছে
আর কি চাওয়ার থাকে জীবনে?

ভালো থাকুক ভালোবাসা দেওয়ার
         মানুষগুলো জীবনের সব খেলায়।
----------------------------------------
০৩/১১/২০২০🖋️      
উৎসর্গঃ আমাকে ভালোবাসা মানুষদের