দলছুট এক পায়রা আমি,
    খোপের ঠিকানা জানা থাকলেও
    দিন শেষে ফিরতে হবে একা একাই,
                    আমার কোনো বন্ধু নেই।
          
    বগলে যখন ছিলো একগাদা বই,
    বুক পকেটে একটা কলম,
    টাকায় চারটা আইসক্রিম পাওয়া যেতো,
    আট আনায় বারোটি মার্বেল আর
    দুই টাকায় পাওয়া যেতো পাগলা লাটিম,
    পলিথিন কুড়িয়ে ফুটবল বানাতাম কিংবা
    টেনিস বলে টেপ পেচিয়ে ক্রিকেট খেলতাম–
                          তখন অনেক বন্ধু ছিলো।

    চড়ুইভাতি, কানামাছি, গোল্লাছুট....
    প্রজাপতি আর ঘাসফড়িং এর পিছে ছোটা,
    দিনগুলো সব না বলে হারিয়ে গেলো!
    আজ বন্ধুদেরও বন্ধু নেই;
       নেই; নেই; নেই; থাকলেও নেই–
          একে অপরকে পৃথক করে রেখেছে
                                জীবিকার তাগিদ!
    তবুও কোন এক মায়ার টানে
    একে অপরের মনের খেয়ালে জেগে উঠি,
        যেমন খোপের ঠিকানাটা ভুলতে পারি না।
____________________
                        ১৪/১১/২০২১🖋️

উৎসর্গঃ শরতের শেষ দিনে আমার সব বন্ধুদের জন্য।