এ জীবন অল্প আয়ুর এবং
সসীম সম্পদের এই দুনিয়া,
অল্পতে তুষ্টি না মানিয়া
স্বামী-স্ত্রী খাটে দেদারসে,
সন্তানাদি থাকে বুয়ার কাছে।
দিনে দিনে কমে মায়া-মমতা
বাড়ে ধন-সম্পদের রঙিন পাতা,
কি লাভ অর্জন করে অতসব?
জীবনের বেলা শেষে যদি–
সঙ্গী হয় নিঃসঙ্গতার কলরব।
ওরে মন মায়ার বাঁধনে কাউকে
যদি বাঁধতে না পারো,
থাকবে না তোমার তোরে কারো
এক বিন্দু সময়ের তাড়া–
সব-ই মরীচিকা মায়ার বাঁধনটুকু ছাড়া।
___________________
০৬/০৯/২০২১🖋️